আঁচল ভরিয়া জল আনিয়াছ কা'র
তরে প্রিয়! মোহনায় যেথায় সঙ্গম
হবে জানি আজ সাঁঝে; মন মালিকার
সাথে দেখা করে যাই, সময় যে কম।
অভীপ্সা বদনখানি আমার নয়নে
পড়িয়াছে আজ ধরা! রঙিন  বসনে-
চিরকাল যেন থাকি তোমার চরণে,
এ সকল দৃষ্টি দিই তোমার ভূষণে।


আমি যদি চেয়ে নিই আঁচলের জল
দেবে কি আমাকে তুমি সত্য পরিচয়!
চেয়ে দেখো- এ নয়ন কত ছলছল;
ও নয়নে চেয়ে আজ এই প্রাপ্তি হয়।
এসো তুমি একবার মন সীমানায়-
তোমার আঁচল বারি আমাতে ছড়ায়!
       ----------