নক্ষত্র দীপিকা মাঝে গ্রহপুঞ্জজ্যোতি
ঝলমল করে, আজি প্রিয় চাঁদ-তারা
আমার প্রাণের ঘরে; একান্ত সঙ্গতি
প্রেমাস্পদ যাত্রাপথে রাতের পাহারা!
তমাল-মহুয়া ছায়ে বনবীথি স্তূপ-
আকাশ পাহাড়ে ধীরে এসে দেখি মেশে;
বিচিত্র এ বনতলে, প্রশান্তি নিশ্চুপ-
সবাকার বিসর্জন দেব ভালোবেসে।


অজানা স্বপ্নের ছবি আঁকা হয়ে গেছে-
বিশ্বযাত্রায় মঙ্গল পথে; মেঘনায়
মনের নিভৃতে আজ! লালিত হয়েছে-
নিরন্তর পূর্ণ মনে এ ভালোবাসায়।
বিঁধিস্বপ্নে আঁকা মোর মমতার ঘর!
জ্যোৎস্নার আলোক এসে অনিন্দ্যসুন্দর...
        -------------
# সনেট