চোখে চোখ পড়েছিল ভাদরের ছায়,
তুমি যে পাশেতে ছিলে আগে দেখি নাই।
কাছে তুমি প্রিয়মুখী অতি সাধারণ,
মোর চোখে দেখে গেছি করেছি বরণ।


বারে বারে তুমিও যে মোরে চেয়েছিলে-
আমার নজর ছিল চিবুকের তিলে;
আমি ডুবে আছি প্রিয় তোমার শোভায়
তোমার বদন মাঝে গোপন আভায়।


শুভ্র মালতি তুমি, মলিনতা কেশে-
সেজে আছ পরিচিতা কোন সে আবেশে;
কপালেতে লাল টিপ মুকতা কানেতে
ওষ্ঠেতে আহ্বান ও অভিমানেতে।


আজকে খুশির ঢেউ দিবা জোছনায়,
প্রথম দেখেছি আজি মোর সীমানায়।
তোমার আঁখির তারা সে ছন্দময়;
পাশাপাশি এসে শুধু আঁখি বিনিময়।
         -------------


*** কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা।
         ৮, ৬ মাত্রায়।