কাছে এসো, আরো কাছে! আমরা দুজন-
তোমাতেই চেয়ে থাকে এ তৃষিত মন;
তুমি যে দূরের তারা আমাকে হারাও-
আমাকেই দেখে আজ সরিয়া দাঁড়াও।


কাঁদিয়েছ শুধু তুমি মোরে বারেবারে-
আমার এ মনকথা থাকে অন্ধকারে।
তুমি দূরে সরে আর কতদিন রবে!
একদিন এই গলে মালা দিতে হবে।


রেখে যাও সেই কথা আজকে আলোয়
তোমাতেই দেখা হল ভালোই ভালোই।
আমি আজ বুঝে গেছি প্রেম মোহটানে
আমি যে তাকিয়ে থাকি তোমার ও পানে।


আজ দেখি এ আঁধার গেছে বুঝি ঘুচে-
তুমিই এসেছ কাছে আঁখিজল মুছে।
            ****