তোমার আসার অপেক্ষায়
আমি পথ পানে বসে থাকি;
এ সমস্ত আঁধার সরাই
মাঝদুপুরে তোমায় ডাকি।


ঝাক ঝাক পাখি উড়ে আসে
বনপথ মাতালো কোকিল;
দূরে দূরে স্বপনেরা ভাসে
আনন্দ আমার অনাবিল।


অপেক্ষা করেছি যে অনেক
করে যাব আর কিছুদিন;
পরিণয় দিয়েছি ক্ষণেক
স্বপ্ন আছে, তোমাতেই ঋণ।


তোমার জন্য শুধুই আমি
সমুদ্রে বসন্ত সমাগম;
তোমার কান্না ভীষণ দামি
সেখানে যে আমিই সক্ষম।
       ---------