চেয়ে চেয়ে পথ পানে বেলা চলে যায়-
কত লোক ফিরে আসে, কত আনাগোনা;
তবুও তোমার দেখা আজ নাহি পাই-
কত কলরবে মেশে নিত্য সম্ভাবনা।
চেয়েছি পুবের পারে, পশ্চিম ছাড়ালে-
তোমার আবির রাঙা মুরতি দেখিতে
চাই; সেই হাসি মুখ আজিকে আড়ালে!
আমার বাদল মেঘ দূরের আঁখিতে।


বসে ভাবি প্রতিদিন, দেখিব তোমারে-
তোমার চলন সাথে চলিব ক্ষণিক;
চন্দ্রাবতী মুখখানি রাখো যে দূয়ারে-
তোমার ও পথ পরে, আমি যে সৈনিক।
আজ বেলা চলে গেল আর নাহি এসো!
আগামীতে মোর সাথে আবেগেতে ভেসো।
             ------------


# সনেট