কাছাকাছি আমার নয়ন
তবু দেখলে না।
তুমি আসবে বলে ও প্রিয়া
আর তো এলে না;


আমি তো পথের দিকে চেয়ে
দেখেছি সময়;
আমার মনেতে আসো তুমি
নিয়ে পরাজয়।


ঋতুগুলি সব চলে যায়
আবার যে ফিরে;
নয়নে নয়ন রেখে বলে
কথা ধীরে ধীরে।


তোমার ও আসার আশায়
সময় যে যায়;
আমি জানালায় দাঁড়িয়েছি
শুধু হতাশায়।
        -----


**** ছন্দ: মাত্রাবৃত্ত


        পর্ব বিভাজন: ১০, ৬ মাত্রায়।