আসরের কবি-১


(১) অনিরুদ্ধ বুলবুল
'অনিরুদ্ধ বুলবুল' আসরের কবি-
স্বপ্নছন্দে লিখে যান কাব্যকথা ছবি।
কবিতা লেখাই তার আজ ধ্যানজ্ঞান
গ্রন্থাদি প্রকাশ করে পেয়েছে সম্মান।
সকলের প্রতি তার প্রেম ভালোবাসা-
আসরের কাব্যগুণ তার যে প্রত্যাশা!


(২) দীপঙ্কর বেরা
আসরের অন্য কবি 'দীপঙ্কর বেরা'
ষোলো শ' কবিতা লিখে আসরের সেরা।
চাকরির পাশাপাশি কাব্যচাষ তার
ময়নাতে জন্মস্থান, আজ হাওড়ার।
সুখ, ভালোবাসা আর মানুষের ভয়-
সব লিখেছে্ন তিনি কবিতা কথায়।


(৩) কবি সাকিব জামাল
'কবি সাকিব জামাল' আছেন আসরে-
প্রতিদিন লেখে কাব্য আসরের তরে।
সাময়িক বিষয়েতে তার লেখা আছে,
সব কপি রেখে দেন আপনার কাছে।
বছর চারেক হল আসরেতে তিনি
সমতার বিশ্ব দেখা স্বপ্ন প্রতিদিনই।


৪) নিখিল বিশ্বাস
আসরের নতুন কবি 'নিখিল বিশ্বাস'
আলোচনা পাতাতেও ধরেছেন রাশ!
অবসর নিয়েছেন চাকুরির থেকে
কবিতা চর্চা করেন অবসর ফাঁকে।
কবিতার আলোচনা সব বিতর্কিত-
আসরে কবিতা লেখে আজ নিয়মিত।


৫) শাহানারা রশিদ
'শাহানা(রা) রশিদ' দিদি কবিতার প্রাণ-
মাঝেতে কাব্য পাতায় কাব্য লিখে যান!
কাপড়েতে নক্সা আঁকে আর কবিতায়-
সাহিত্যে দখল আছে, জন্ম কুষ্টিয়ায়।
বাস্তবের কথা কিছু করে অনুভব-
কবিতা আসরে লেখে একদিন সব।


৬) আর্যতীর্থ
আসরে প্রিয় ডাক্তার নেই অন্য স্বার্থ;
কবিতা আসরে এসে তিনি 'আর্যতীর্থ'।
একদিকে গুরু কাজ পেশায় সার্জেন-
নিয়মিত এসে তিনি কবিতা লেখেন।
প্রতিবাদী কাব্য তার বাস্তবের গল্প
দু'বছর আসরেতে সেও নয় অল্প।
            ---------


** চলবে।