আসরের কবি ১১


(৬১) পি কে বিক্রম
আসরে 'পি কে বিক্রম' 'অরিন্দম গুপ্ত'
আসরআত্মা প্রাণ যে আসর নিমিত্ত।
লালমণিরহাটে জন্ম, পেশা প্রকাশক;
কবিতার মাঝে তিনি সমাজ শিক্ষক।
আট শ' কবিতা আজ করেছে প্রকাশ-
'নীলাম্বরী' কাব্য মাঝে 'মেঘলা আকাশ'।


(৬২) চিত্তরঞ্জন সরকার
কবিতা আসরে প্রিয় সে 'চিত্তরঞ্জন'
কিছুকাল আসরেতে কবিতা জীবন
বাংলাদেশ জন্ম তার, আজ বারাসাত;
পাঁচ শ' কবিতা মাঝে জীবন প্রভাত।
প্রবীণ দেহেতে আজ নবময় মন;
কবিতায় প্রেম তার কাব্য আলাপন।


(৬৩) শহিদ খাঁন
একাধারে কবি তিনি, গুণী গীতিকার;
কবিতা আসরে আজ প্রিয় যে সবার।
আসরেতে তিন মাস তার অবদান
সেই প্রিয়, কবি প্রিয়, সে শহিদ খাঁন।
আজ দেহে অসুস্থতা, সঙ্গীতের সুর-
বেঁচে থাকো প্রিয় কবি সব ব্যথা দূর।


(৬৪) স্বপন কুমার
শালবন খোলামাঠে কাটে ছেলেবেলা-
সবুজের ধানখেতে জীবন উতলা।
সাহিত্যে জীবন আছে, তিনি বাঁকুড়ার;
আসরেরে নব্যকবি 'স্বপন কুমার'।
বন্ধুর হাতটি ধরে আসরেতে আসা-
আজকে আসরপ্রিয় শুধু ভালোবাসা।


(৬৫) সঞ্চয়িতা রায়
এক বর্ষ আসরেতে 'সঞ্চয়িতা রায়'
নানা রূপে সাজে মালা তার কবিতায়।
ধর্মনগরে নিবাস, পেশায় শিক্ষিকা;
কবিতা আসরে আজ প্রিয়তি লেখিকা।
'জীবন থেকে শেখেন' 'শুভেচ্ছা আশায়'
'নিঠুর নাইয়া' লাগি লেখনি ভাষায়।


(৬৬) আগুন নদী
'আগুন নদী' নামেতে 'ড. এ রহমান'
সাহিত্যজগতে তিনি নিত্য বহমান।
আশাবাদী প্রাণ তার তীব্র উপলব্ধি;
কর্মময় জীবনেতে সুন্দর সমৃদ্ধি।
চার শ' কবিতা তার চার বছরেতে-
গল্প-কথায় কবিতা সাহিত্যের স্রোতে।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ৯' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ৬০ জন কবি বিষয়ে প্রকাশিত