আসরের কবি ১৩


(৭৩) মুহাম্মদ মনিরুজ্জামান
আসরেতে 'মুহাম্মদ মনিরুজ্জামান'
প্রিয় কবি তিনি আজ মনের সমান।
কলমাকান্দায় জন্ম, আজ ঢাকাবাসী;
আপন মনেতে ছন্দ প্রিয় হাসিখুশি।
সমাজ-সাহিত্য কথা আর ধর্মজন
'গীতিকবিতার' মাঝে 'সুনন্দিতা' মন।


(৭৪) দিলীপ চট্টোপাধ্যায়
দিলীপ চট্টোপাধ্যায় আসরে সুপ্রিয়
সুন্দর মন্তব্য মাঝে পাই উৎসাহ।
'হেমন্তগুঞ্জনে হাসি' 'উস-খুসে সুখ'
'পিয়াসি যৌবন' মাঝে 'রোদপোড়া মুখ'
'ভুলের ঠিকানা' মাঝে 'হারুত-মারুত'
প্রোফাইল শূন্য দেখি ভেবেছি অদ্ভুত।


(৭৫)  মো. মামুন হোসেন
সৃষ্টি মহিমা মাঝে 'মামুন হোসেন'
দুই মাস হল তিনি আসরে আছেন।
ঝালকাঠি জন্ম তার, চাকুরি ঢাকায়;
আঁকাবাঁকা নদী তীরে কবিতা আশায়।
মেঠোপথ যাত্রাপথে 'গীতিকাব্য' আর
'চাঁদের জোছনা দেখে' মনেতে আঁধার।


(৭৬) অতনু দত্ত
আসরে 'অতনু দত্ত' এক প্রিয় নাম;
আজ তিনি ব্যাঙ্গালোর, জন্ম ঝাড়গ্রাম!
কাব্য মাঝে বর্তমানে পঠন চর্চার-
প্রতিদিন সেরা কাব্য হেথা উপহার।
চার বর্ষ হয়ে গেল আসরেতে বাস
সাহিত্যে কালযাপন লেখা অধিবাস।


(৭৭) সোমালীনিরঝরা (মৃণালনী)
প্রিয় 'সোমালী নিরঝরা' হেথা 'মৃণালনী'
রবি ঠাকুরের দ্বারা প্রভাবিত তিনি।
নদীয়া, কৃষ্ণনগর তার বসবাস;
চার শ' কবিতা তার আসরে প্রকাশ।
ভ্রমণকাহিনি আর উপন্যাস ইচ্ছে-
প্রেমের কবিতা পথে উৎসাহ আছে।


(৭৮) শপথ
'ধূসরবাসর' পথে 'প্রেমের পূজারী'
জাতীয়তা বাংলাদেশী, পেশাতে চাকরি;
'তোফায়েল আহমেদ টুটুল মহাম্মদ'
আসরে অপর নামে তিনিই 'শপথ'
জীবন কেটেছে তার গ্রামের বাড়িতে
আল্লাহ নামেতে তিনি রাসুলের পথে।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ১২' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ৭২ জন কবি বিষয়ে প্রকাশিত