আসরের কবি ২


(৭) কবীর হুমায়ূন
আসরের প্রিয়কবি 'কবী(র) হুমায়ূন'
কবিতাচর্চাতে জানি তার আছে গুণ।
নিয়ম মেনে লেখেন জানে ব্যাকরণ-
কবিদের মাঝে তিনি অতি প্রিয়জন।
কবিতা ও আলোচনা সবেতেই জুড়ে-
'মাসিক আসর' বসে তার মীরপুরে।


(৮) সুদীপ তন্তুবায়
আসরের অন্য কবি 'নীল তন্তুবায়'
'সুদীপ' নামেতে তিনি যে শিক্ষকতায়।
আসরে আছেন তাও ছ'বছর হল
বারো শ' কবিতা লিখে রেকর্ড করিল।
কবিতার কথা আর ভাবনা বিষয়-
কাব্যগুণ ভরা থাকে কবিতাখাতায়।


(৯) রহমান মুজিব
'র(হ)মান মুজিব' কবি আসরে নূতন-
নিভৃত মনেতে তিনি করে বিচরণ।
সাহিত্যকে ভালোবাসে ছড়া-ছন্দ-পদ্যে
গল্প প্রবন্ধ লেখেন তিনি কালেভদ্রে।
অনেক পুস্তক তার হয় প্রকাশিত-
বর্তমানে আসরেতে তিনি নিয়মিত।


(১০) লক্ষ্মণ ভাণ্ডারী
ছন্দ মেনে লিখে যান 'লক্ষ্মণ ভাণ্ডারী'
পরমপিতার নামে কাব্যের কান্ডারী।
চার বছর হয়েছে আসরেতে বাস
আসরেতে মধুকাব্য করেছে প্রকাশ।
নদী-ঢেউ-মাঠ-ঘাট এই দিয়ে শুরু
কবিতায় শ্রদ্ধা দিই, বলি 'জয়গুরু'।


(১১) মৌটুসি মিত্রগুহ
'মউটুসি মিত্রগুহ' আসরেতে প্রিয়,
'কেতকী' নামেতে তিনি বড়ো শোভনীয়।
আসর কবিতা মাঝে নিবেদিত প্রাণ-
আসরের প্রিয়কবি করি অনুমান।
সহজ মনেতে লেখে সহজ ভাষায়-
প্রতিদিন চেয়ে থাকি কবিতা আশায়।


(১২) অ জানা (অমিত জানা)
আসরে নতুন কবি নামটি 'অ জানা'
ক'দিনেই লিখেছেন কাব্য তেরোখানা।
বাস্তবকথাতে কাব্য লেখে আজ তিনি
কিছুদিনে হয়ে যাবে কাব্যশিরোমণি।
'রামধনু' বই তার হয় প্রকাশিত
নানাবর্ণে সাজিয়েছে সুবর্ণ বৈচিত্র্য।


** চলবে, তবে নিয়মিত নয়।


আসরের কবি ১ এ প্রকাশিত


(১) অনিরুদ্ধ বুলবুল
(২) দীপঙ্কর বেরা
(৩) কবি সাকিব জামাল
৪) নিখিল বিশ্বাস
৫) শাহানারা রশিদ
৬) আর্যতীর্থ