আসরের কবি ৩


(১৩) অজিতকুমার কর
অজিতকুমার কর আসরের কবি-
কবিতায় এনেছেন প্রভাতের রবি।
পাঁশকুড়া বাড়ি তার পেশা অধ্যাপক
কবিতা লেখার প্রতি উৎসাহ ঝোক।
সাত শ' কবিতা আজ আড়াই বছরে-
বর্তমানে কাব্য তার জীবনের তরে।


(১৪) শ. ম. শহীদ
শ. ম. শহীদ লেখেন কবিতা আসরে-
বুকভরা ভালোবাসা আসরের তরে।
লালমনিরহাটে বাড়ি বাংলাদেশে-
ব্যবসা পেশা হলেও কাব্য ভালোবেসে।
নাগরিক অধিকার কবিতায় সদ্য
মাঝে মাঝে লিখেছেন ছড়া ভরা পদ্য।


(১৫)শাহিন আলম সরকার
কবিতায় সরকার শাহিন আলম-
নীরবেতে কাব্য লেখে কথা বলে কম।
অধ্যয়নরত তিনি কবিতা নেশায়-
প্রতিদিন আসরেতে উঁকি দেয়া চায়।
সুপাঠ্য কবিতা আজ এই আসরেতে-
পাঁচ শ' কবিতা পড়ি উৎসাহে মেতে।


(১৬) রনজিত মাইতি
কবিতার পাশাপাশি মন্তব্যের প্রতি
বিশেষ উল্লেখ্য আজ রঞ্জিত মাইতি।
নিজে লেখে আসরেতে, অপরে পড়েন-
মন্তব্য ঘরেতে গিয়ে সবেতে লেখেন।
বিভিন্ন বিষয়ে তার কবিতায় স্পর্শ
একবছর একমাসে কবিতা চার শ'।


(১৭) রুনা লায়লা
রুনা লায়লা-য় মজে কবিতা আসর
কবিতাকে ভালোবাসে কবিতা দোসর।
কঠিন বিভাগে তিনি আজ কর্মরত-
তার মাঝে কাব্যকথা হয় প্রকাশিত।
বাস্তবের কথাতেই কাব্য লিখে যান-
কাব্যপাঠে সম্মিলনে সবেতেই প্রাণ।


(১৮) সুজিতকুমার বিশ্বাস
(এই অংশটি কবি লক্ষ্মণ ভাণ্ডারীর লেখা।)


"নদীয়া জেলায় গ্রাম পায়রাডাঙায়,
কবি সুজিত বিশ্বাস থাকেন সেথায়।
কবিতা লেখার শখ লিখেন সতত,
আলোচনা বিভাগেতে সদা হন রত।
ইষ্টপ্রাণ গুরুভ্রাতা ধার্মিক পরম,
'জয়গুরু' বলি তারে করি সম্বোধন।"
             ----


** চলবে, তবে নিয়মিত নয়।


আসরের কবি ১ এ প্রকাশিত


(১) অনিরুদ্ধ বুলবুল (২) দীপঙ্কর বেরা (৩) কবি সাকিব জামাল (৪) নিখিল বিশ্বাস (৫) শাহানারা রশিদ (৬) আর্যতীর্থ


আসরের কবি ২ এ প্রকাশিত


(৭) কবীর হুমায়ূন (৮) সুদীপ তন্তুবায় (৯) রহমান মুজিব (১০) লক্ষ্মণ ভাণ্ডারী (১১) মৌটুসি মিত্রগুহ (১২) অ জানা (অমিত জানা)