আসরের কবি ৪


১৯) খলিলুর রহমান
কবিতার স্রোতে আজ অতি বহমান-
আসরের প্রিয় 'খলিলুর রহমান'।
মুজিবনগরে জন্ম, আজ অস্ট্রেলিয়া
বাউলচেতনা সাথি কবিতার প্রিয়া।
ধর্ম রাজনীতি আর সমাজ কথন
ভাষাছন্দে লিখে যান কবি প্রিয়জন।


২০) স্বপন গায়েন
'উদয়ন কবি' আজ 'স্বপন গায়েন'
তিনটি বছর হল আসরে আছেন।
এর মাঝে পেয়েছেন কত ভালোবাসা-
স্বপ্নছন্দে লিখে যান কবিতার ভাষা।
সাত শ' পঞ্চাশ কাব্য করে বিচরণ
আসরেতে কবিদের তিনি সুধীজন।


২১) রেজাউল রেজা
রেজাউল ইসলাম, ডাক নামে 'রেজা'
গণিতের ছাত্র তিনি কবিতায় ভেজা।
কবিতা প্রকাশ হয় নানা পত্রিকায়-
কবিতা লিখতে আজ তার মন চায়।
তিনমাস এসেছেন আসরে এখন
এক শ' কবিতা সেথা নবীন লেখন।


২২) মূলচাঁদ মাহাত
পুরুলিয়া(র) কবি তিনি 'মূলচাঁদ মাহাত'
কবিতা আসরে এসে পাঁকালেন হাত।
এমএ পাশ ব্যবসায়ী কবিতায় মন-
বাস্তব বিষয়ে তার কবিতা লেখন।
কবিতায় তিনি আজ কাব্য ভালোবেসে-
কিছু বা আলোচনায় আসে অনায়াসে।


২৩) দীপ্তি রায়
আসরের অন্য কবি, কবি 'দীপ্তি রায়'
বাংলা আসরে তিনি মৃদু মহিমায়।
দেখতে দেখতে তাও চারশত পার
ঘরেতে নানান কাজে কবিতায় ধার।
ধর্মকর্ম ছড়াছন্দ কবিতার মূল
কবিতার মাঝে তার বন্দনার ফুল।


২৪) বালুচর
এমদাদুল হক আজ প্রিয় 'বালুচর'
ছড়াছন্দে মাতিয়েছে কবিতা আসর।
পেশায় আইনজীবী, লেখালেখি নেশা
লেখাতে আনন্দ তার লেখা মেলামেশা।
সাময়িক বিষয়েতে কবিতা ঝুলিতে
মাঝে মাঝে সুর দেন গানের কলিতে।
          ------


** চলবে, তবে নিয়মিত নয়।


'আসরের কবি ১'- এ প্রকাশিত
(১) অনিরুদ্ধ বুলবুল (২) দীপঙ্কর বেরা (৩) কবি সাকিব জামাল (৪) নিখিল বিশ্বাস (৫) শাহানারা রশিদ (৬) আর্যতীর্থ


'আসরের কবি ২'- এ প্রকাশিত
(৭) কবীর হুমায়ূন (৮) সুদীপ তন্তুবায় (৯) রহমান মুজিব (১০) লক্ষ্মণ ভাণ্ডারী (১১) মৌটুসি মিত্রগুহ (১২) অ জানা (অমিত জানা)


'আসরের কবি ৩' - এ প্রকাশিত
(১৩) অজিতকুমার কর (১৪) শ. ম. শহীদ (১৫)শাহিন আলম সরকার
(১৬) রনজিত মাইতি (১৭) রুনা লায়লা (১৮) সুজিতকুমার বিশ্বাস