আসরের কবি ৬


(৩১) প্রণব মজুমদার
'প্রণব মজুমদার' আসরের কবি-
পাঁচটি বছর ধরে লিখে গেছে সবই।
আজ অবসরপ্রাপ্ত কবিতায় বাস
কবিতা জীবন তার কাব্য অধিবাস।
ভিন্ন স্বাদের কবিতা লিখেছে আসরে-
আলোচনা পাতাতেও নীরবে সাদরে।


(৩২) সৌমেন বন্দ্যোপাধ্যায়
আসরে 'পীযূষ কবি' 'সৌমেন ব্যানার্জি'
কবিতার আন্দোলনে ভীষণ এনার্জি।
কবিতাকে ভালোবাসে আবৃত্তি ও গানে
কাব্যমাঝে আমন্ত্রিত শিল্পী বর্তমানে।
তিন বছর আসরে তার কাব্যচাষ
আসরের প্রিয় কবি ধরে কিছু মাস।


(৩৩) আজগর আলী
কবিতা আসরে প্রিয় 'আজগর আলি'
আজকে ঢাকায় থাকে, জন্ম নোয়াখালি।
আট মাস আসরেতে দু শ' কবিতায়-
দর্শন কবিতা লেখা, কবিতা কথায়।
কবিতা লেখেন তিনি তবু কবি নয়!
মুক্তির মিছিল মাঝে হোক পরিচয়।


(৩৪) বিভাংশু মাইতি
'বিরহ মধুর ক্ষণে' 'বিভাংশু মাইতি'
সবাকার কথা লেখে 'কৃপাকণা' ইতি।
উচাটন মন তার ধন্য এ জীবন
কবিতা আসরে তার মৃদু বিচরণ।
চার বছর আসরে দু শ' কবিতায়;
'স্মৃতিরেখা' আর ছন্দে গেঁথেছে কথায়।


(৩৫) সংহিতা
আসরে কবিতা লেখে প্রিয় 'সংহিতা'
চেনা শোনা নাই তবু হৃদয়ের মিতা।
পনেরোটি মাস হল কবিতায় আছেন
নারীর গোপন কথা কাব্যেতে লেখেন।
ঈশ্বরীয় প্রেম তার আর ভালোবাসা
আগামীতে কবিতায় তিনি প্রিয় আশা।


(৩৬) রক্তিম
নদিয়ায় জন্ম তার কাব্যিক 'রক্তিম'
মনে প্রাণে বাঙালি সে কবিতা অসীম।
কাব্য-গান ভালোবাসে কথা বলে কম
মাছে ভাতে থাকে তিনি প্রিয় অনুপম।
কবিতার পাশাপাশি লেখে গীতিকাব্য
দু শ' কবিতা আসরে তাই নিয়ে ভাবব।


** চলবে, তবে নিয়মিত নয়।


'আসরের কবি ১', 'আসরের কবি ২', 'আসরের কবি ৩', 'আসরের কবি ৪', 'আসরের কবি ৫' - এ আগেই ৩০ জন কবি বিষয়ে প্রকাশিত