কষ্ট পেয়েছি ভাই, কষ্ট পেয়েছে লোক-
জল খেয়ে খেয়ে আজ সততার তুলি ঢোঁক।


আমার দেশেতে ভোট শান্তি শান্তি শান্তি!
মানুষ সবাই ভালো আছে এটাই সত্যি।


নেই গুলি, নেই বোমা, নেই কোনো বন্দুক
ভোটের তরে মানুষ আজ খুব উৎসুক।


তোমার ভোট আমিই (দেব) কষ্ট কেন করবে!
বাড়িতে মাছভাত খা, আজ ছেলেরা দেখবে।


আমার শাসন শোষণ মানতে তোমার হবেই।
আমি যদি থাকি তুমি রবে শান্তিতেই।


ঝরেছে রক্ত, কেঁদেছে মানুষ, সস্তা প্রাণ
আমি বাঁশী নাই বাজালাম, গাইছি গান।


ফাঁকা মাঠে ফাঁকা গোল, রান শুধু চার-ছয়ে
মানুষ ঘরে বন্দি, মানুষ ভীষণ ভয়ে।