ধীরে ধীরে রৌদ্র আসে- মল্লিকার তরে,
একাকী সাজানো প্রিয় বাগানেতে মোর;
কত ফুল ফুটে আছে নীরব উত্তর-
সুরের বাসনাখানি উড়ে আসে ঘরে;
হলুদ কলকে নাচে চোখের উপরে-
কতই স্বপন জাগে নিশি মাঝে ভোর,
ছোটো পাখি নেচে ফেরে আনন্দলহর!
আমার এ দান আসে আঁচল যে ভরে।


ঝড় এসে থেমে যায়, মৃদু বায়ু আসে-
সবুজ পাতারা খেলে হাসি ও আহ্লাদে;
বাগিচাপ্রাঙ্গণ জুড়ে আসে নবফুল-
আমার এ মনখানি তারি লাগি ভাসে!
চেয়ে থাকি তার পানে অতীব সানন্দে
জুড়ালো প্রাণের হাসি হৃদয়ে শিমুল।
         -----------


# সনেট