এসো আজ, রং মাখিয়ে দিই-
আজি এই বসন্তপরবে;
ওই মুখখানি কাছে নিই
রঙিন হাতে অতি নীরবে।


ভেবে ভেবে দিন গেছে কত
কাছেতে তবু তুমি আসোনি;
উন্মাদনা দেখি শত শত
মন মাঝেতে ভালোবাসোনি।


বসন্তপরব দিনে আজ
প্রকৃতিতে জমে ভালোবাসা;
হলুদ দিগন্তের ও সাজ
হাতে নিয়ে তব কাছে আসা।


ও রং আজ ওমুখে এমুখে
যায়নাতো চেনা যেন আর;
এ রং মেখে কত আছি সুখে
এই বসন্তে বড়ো বাহার।
       -----