ওই যে দূরে খেজুর গাছের পাতায়-
শ্রাবণমাসের মেঘখানি যে মেলায়;
             সূর্যকিরণ কেমনে গেছে থেমে।


আকাশ পথে মেঘ যে সারিসারি-
অচিনদেশে দিচ্ছে যেন পাড়ি-
            বিদায় দিলাম বর্ষাদিনের প্রেমে।


গাঙে জোয়ার আজকে ভীষণ চড়া;
গাছ-গাছালি আনন্দেতে মোড়া;
           হৃদয় ছুঁয়ে যাচ্ছে প্রবল হাওয়া।


প্রাণের 'পরে অসীম দিনের খুশি;
মনে পড়ে আজকে বেশি বেশি;
          মনের কোণে তার হারিয়ে যাওয়া।
             ---------