আজ তুমি হেঁটে গেছ আমার পরান
পরে, অপরাহ্ণ বেলা; তখন নীরব
আঙিনা আমার! আমি গেয়েছি যে গান
একা বসি বাতায়নে, নাহি কলরব।
শেষ ভাদরের শেষ বৃষ্টিকণাগুলি
পড়িল ধূলির পথে; আঁচলে তোমার
সেই শব্দরাশি দেখি; কেমনে তা ভুলি
শিশির ভেজা মুরতি প্রাণ সুষমার।


আর কি ফিরিবে তুমি এই পথ পানে!
এমন বিকাল কালে মোর হৃদরানি
বসে থাকি বাতায়নে শুধু তোমা টানে
ছন্দে ছন্দে ফেলেছ পা দৃষ্টিপথে জানি
কত যুগ চলে গেছে, কত দিন মাস-
তবুও হৃদয়ে কেন তোর বসবাস!