সেদিনের বসন্ত তলে
আজ একা বসে আছি;
তোমার মনটি নিয়ে কাছে
আমি কত কাছাকাছি।


আজ তুমি শুধু স্মৃতিমালা
আমার মনের কাছে;
তোমার সকল হাসিকথা
আমাতেই তোলা আছে।


চলে যাবে এই মেঘধারা
বিদায়ে বলে শ্রাবণ;
চৈতালি আসিলে আবার
দূরেতে যাবে প্লাবন।


সারাটা জীবন শুধু আমি
ভেবে ভেবে চলে যাব;
তোমার মধুর ভালোবাসা
আর কি ফিরিয়া পাব!
        -------


**** ছন্দ: মাত্রাবৃত্ত


        পর্ব বিভাজন: ১০, ৮ মাত্রায়।