শেষ ট্রেন চলে গেছে রাতে
বসে আছি আমি শুধু একা;
সব কিছু সত্য নিরালাতে
আঁধারেই স্পষ্ট রূপ দেখা।


সব জন চলে গেছে ফিরে
আছে শুধু কতিপয় লোক;
পশু রব রেখেছে যে ঘিরে
কোথা নেই, নেই কোনো শোক।


ভিক্ষু রয়েছে রাজার মতো
আলো জ্বলা রাজার প্রাসাদে;
গোপনীয় তবু অবিরত
কেউ নেই কোথা, কোনো দ্বন্দ্বে।


কতদূরে যেন জনপদ
কোথাও বা কেউ জেগে নেই;
রাতের বাতাসেতে উন্মাদ
ভালো আছি, ভালো থাকা সেই।
        ---------