মা বলে ডেকেছিলি যখন
করেছি কতই অনুভব;
তোর অস্তিত্বে দিয়েছি মন
আমাতেই তোর কলরব।


গর্ভমাঝে রেখেছি যে তোকে
দেখাতে নবপ্রাণ পৃথিবী;
আগলেছি স্বপনের চোখে
অশ্রুতে সয়েছি যে সবই।


কেঁদেছি লুকিয়ে একা ঘরে
সয়েছি যে কতই যাতন;
তবু ছিলি এ নয়ন জুড়ে
মোর মনে তোরই নাচন।


কতদিন দেখিনা যে তোকে
ও- মা বলে ডাকেনাতো কেউ;
চোখ মুছি আজ একা শোকে
হৃদয়ে যে সেদিনের ঢেউ।
       ----------


# ৩০০ সনেট পার করে কিছুদিন সনেট থেকে বিদায় নিলাম। এবারে একটু অন্য স্বাদে।
আজ ১০ মাত্রার অক্ষরবৃত্ত ছন্দে। (ক খ ক খ)