আমি সাজাই ঘর গোছালি
নিজের করে দেয়ালে;
অনেক কিছুই সাজিয়ে রাখি
আপন মনের খেয়ালে।


অনেক কিছু জমিয়ে রাখি
ভিতরে আর বাহিরে;
সবাই থাকে চোখের তারায়
মনের গোপন চত্বরে।


সবই রাখি সামনে আমার
অলিখিত নিয়মে;
কত আশায় স্বপ্ন বুনি
বেঁচে থাকি সম্ভ্রমে।


চিরদিন বেঁচে আমার এই
নতুন আত্মমদে;
সব যদি আজ ভেঙেই পড়ে
বিপদ প্রতি পদে।
      -----