************* ছন্দ মেনে কবিতাঃ ১১***************
                                             ***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  নারী
কবিঃ  মল্লিকা রায়
প্রকাশিত তারিখঃ ২৫/০৪/২০১৮
*** কবি ৪ বছর ৬ মাস হল বাংলা-কবিতায় আছেন।কবি আজ পর্যন্ত ৮৩১টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ


এ বুকের মাঝে সিন্ধু গঙ্গা
যমুনার কোলাহল
হৃদয়ে বহেছে অহরহ স্রোত
পাহাড় বিন্ধ্যাচল।
আগুন দেহের অযোধ্যা পৃষ্ঠায়
কামরুপ আর
বানরপুরীর শিলালিপি
হয়ে যায়।
কৃষ্ণা কাবেরী দুধারে আমার
তার খরস্রোত আমি
বহতা আমার স্বভাবসুলভ
মেনেছে অন্তর্যামী।
বাহুতে জড়িত লতা আশ্বাস
মাধবীলতার ঘ্রাণ
নাভি আর পেটে বীর্য আধারে
পৌরুষ ম্রিয়ম্রান।
যোনী জঙ্ঘার নিষেক ভূমিতে
মঞ্জরি চরাচর
দু'পায়ে কামের দোসর জড়ানো
তার আমি সহচর।
চোখের ভ্রুর তপ্ত নাচনে
পৌরুষ ভাঙা গড়া
অধর প্লাবনে অথৈ কামনা
সহজাত বোঝাপড়া।
মাথায় বহেছে সপ্ত সাগর
পৃথিবীর পারাবার
দু' ঠোটের বাঁকে আগুন মিশেছে
নারীনাম জপিবার।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-


এ বুকের মাঝে/ সিন্ধুগঙ্গা=৬/৬
যমুনার কোলা/হল=৬/২
হৃদয়ে বহেছে /অহরহ স্রোত=৬/৬
পাহাড় বিন্ধ্যা/চল।=৬/২
আগুনদেহের /অযোধ্যা পাতা=৬/৬
কামরুপ আর/কিছু;=৬/২
বানরপুরীর /শিলালিপি সব=৬/৬
রেখে যায় তার/ পিছু।=৬/২
কৃষ্ণাকাবেরী /দু’ধারে আমার=৬/৬
তার খরস্রোত /আমি;=৬/২
বহতা আমার /স্বভাবসুলভ=৬/৬
মানে অন্ত/র্যামী।=৬/২ (অন্তর + যামী= ৪/২)
বাহুতে জড়িত /লতা আশ্বাস=৬/৬
মাধবীলতার /ঘ্রাণ=৬/২
নাভি আর পেটে/ বীর্য আঁধারে=৬/৬
পৌরুষ ম্রিয়/মান।=৬/২
যোনী জঙ্ঘার /নিষেক ভূমিতে=৬/৬
মঞ্জরি চরা/চর=৬/২
দু'পায়ে কামের /দোসর জড়ানো=৬/৬
তার আমি সহ/চর।=৬/২
চোখের ভ্রুর /তপ্ত নাচনে=৬/৬
পৌরুষ ভাঙা /গড়া=৬/২
অধরপ্লাবনে /অথৈ কামনা=৬/৬
সহজাত বোঝা/পড়া।=৬/২
মাথায় বহেছে /সপ্ত সাগর=৬/৬
পৃথিবীর পারা/বার=৬/২
দু' ঠোঁটের বাঁকে/ আগুন মিশেছে=৬/৬
নারীনাম জপি/বার।=৬/২


** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে। ৫ম থেকে ৮ম চরণ পরিমার্জন সাপেক্ষ।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল-  ২ মাত্রা।
গ) পর্ব- ৬/৬/৬/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব-২ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক-১ টি
চ) মিল- পদান্তিক (২#৪)
ছ) পঙক্তি - ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব-  নেই।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  পাল্টাতে হবে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- দু-একটি ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।