************* ছন্দ মেনে কবিতাঃ ১৭***************
                                             ***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  পকেট হারকিউলিস বিশ্বশ্রী মনোহর আইচ
কবিঃ  অজিত কুমার কর  
প্রকাশিত তারিখঃ ২৪/০৫/২০১৮ (আজ)
*** কবি ২ বছর ৫ মাস হল বাংলা-কবিতায় আছেন।কবি আজ পর্যন্ত ৭১০টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
খাটো বলে খেদ নেই
জান কিবা নাম তার?
চির যুবা মনোহর
তনুটির কী বাহার!


সৌষ্টবে সেরা তিনি
উন্নত দৃঢ় শির
নির্মল হাসিমুখ
সদাশয় অতি ধীর।


সকলের কাছে তিনি
সাহসের প্রতিরূপ
সৎ ভাব সৎ কথা
ঝরে সদা টুপটুপ।


নিষ্ঠার শেষ নেই
ফাঁকি নয় শুধু কাজ
পদকের সমারোহে
ঘর যেন পুরো তাজ।


একশত চারে তিনি
ছেড়েছেন ধরাতল
সুখস্মৃতি অক্ষয়
ঝলমলে উজ্জ্বল ।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-


খাটো বলে খেদ নেই/=৮
জানো কীবা নাম তার? /=৮
চির যুবা মনোহর/=৮
তনুটির কী বাহার!/=৮


সৌষ্ঠবে সেরা তিনি/=৮
উন্নত দৃঢ় শির/=৮
নির্মল হাসিমুখ/=৮
সদাশয় অতি ধীর।/=৮


সকলের কাছে তিনি/=৮
সাহসের প্রতিরূপ/=৮
সৎ ভাব সৎ কথা/=৮
ঝরে সদা টুপটুপ।/=৮


নিষ্ঠার শেষ নেই/=৮
ফাঁকি নয় শুধু কাজ/=৮
পদকের সমারোহে/=৮
ঘর যেন পুরো তাজ।/=৮


একশত চারে তিনি/=৮
ছেড়েছেন ধরাতল/=৮
সুখস্মৃতি অক্ষয়/=৮
ঝলমলে উজ্জ্বল ।/=৮


** বানান সহ অন্যান্য ক্ষেত্রে সামান্য পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল-  ২ মাত্রা।
গ) পর্ব- ৮ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব- নেই।
ঘ) চরণ-১ পর্বের
ঙ) স্তবক-৫ টি
চ) মিল- পদান্তিক (খ#ঘ)
ছ) পঙক্তি - ১০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব-  নেই।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি-জীবনীমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- কিছু ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।