************* ছন্দ মেনে কবিতাঃ ১৮***************
                                             ***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  বিদ্রোহী কবি
কবিঃ  স্বপন গায়েন
প্রকাশিত তারিখঃ ২৫/০৫/২০১৮ (আজ)
*** কবি ৩ বছর হল বাংলা-কবিতায় আছেন।কবি আজ পর্যন্ত ৭৪৯টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন। কবি আসরে  "উদয়ন কবি" নামে পরিচিত।


----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
বিদ্রোহী কবি কাজী নজরুল
প্রণাম লহ মোর
তোমার সৃষ্টি চির অম্লান
হৃদয়ে নতুন ভোর।


বাংলা ভাষাকে বাঙালীর প্রাণে
দেখালে নব জাগরণ
দেশ কালের গন্ডী পেরিয়ে
জাগালে এক শিহরণ!


উদাসীন মেঘ স্মৃতির ভেলায়
বারেক ফিরে চায়
জ্যোৎস্না আলোকে তোমার সঙ্গীত
হৃদয়ে প্রাণ পায়।


যাযাবর মনে বিদ্রোহী পরশ
তুমিই ভরালে প্রাণ
মানুষের মাঝে তোমার কীর্তি
করলে তুমি দান।


কবিতা গানে গল্প সুরে
তুমি রবে বরণীয়
সঙ্গীতে তোমার মূর্ছনা সুর
সৃষ্টি তোমার স্মরণীয়।


এক বৃন্তে দুটি কুসুম
হিন্দু আর মুসলমান
শত আলোকবর্ষ পেরিয়ে গিয়েও
এই বার্তাই মহান।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-


বিদ্রোহী কবি /কাজী নজরুল=৬/৬
প্রণাম লহ গো /মোর=৬/২
তোমার সৃষ্টি /চির অম্লান=৬/৬
হৃদয়ে নতুন /ভোর।=৬/২


বাংলা ভাষাকে /বাঙালীর প্রাণে=৬/৬
দিলে নব জাগ/রণ=৬/২
দেশ ও কালের /গন্ডী পেরিয়ে=৬/৬
জাগিয়েছ শিহ/রণ!=৬/২


উদাসীন মেঘ /স্মৃতির ভেলায়=৬/৬
বারেক ফিরিয়া /চায়=৬/২
জোছনা আলোকে /তোমার গীতিকা=৬/৬
হৃদয়ে পরান /পায়।=৬/২


যাযাবর মনে /বিদ্রোহী ছোঁয়া=৬/৬
তুমিই ভরালে /প্রাণ=৬/২
মানুষের মাঝে /তোমার কীর্তি=৬/৬
করিয়াছ তুমি /দান।=৬/২


কবিতা ও গানে /গল্প সুরেতে=৬/৬
তুমি রবে বর/ণীয়=৬/২
সঙ্গীতে আছে /মূর্ছনা সুর=৬/৬
সৃষ্টিতে স্মর/ণীয়।=৬/২


একই বৃন্তে /দুখানি কুসুম=৬/৬
হিঁদু আর মুস/লিম=৬/২
শতেক বর্ষ /পেরিয়ে গিয়েও=৬/৬
বার্তাখানি অ/সীম।=৬/২


** বানান সহ অন্যান্য ক্ষেত্রে সামান্য পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল-  ২ মাত্রা।
গ) পর্ব- ৬/৬/৬/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব- ২ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক-৬ টি
চ) মিল- পদান্তিক (খ#ঘ)
ছ) পঙক্তি - ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব-  নেই।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি-জীবনীমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- কিছু ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।