************* ছন্দ মেনে কবিতাঃ ৮***************
                                             ***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  নাগরিক দায়িত্ব-২
কবিঃ শ.ম. শহীদ
প্রকাশিত তারিখঃ ০৩/০৫/২০১৮ (আজ)
***কবি ৩ বছর ২ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৭৭৪টি   কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ


:   পাশের বাড়ির ঐ ছেলেটা
    যাচ্ছে বখে!
:   যাক্ না!
:   নিত্য দিনই নেশা ভাঙ্গে
    থাকছে ডুবে!
:   থাক্ না!


:   থাক না বলে এড়িয়ে গেলে
    তাতে কী আর-
    চলবে?
    দু'দিন পরে সমাজ নিয়ে-
    লোকে কথা-
    বলবে!


   ঐ ছেলেটা আপনার-আমার
   এই সমাজের
   অংশ!
   আপনি কী চান ওর কারণে
   সমাজটা হোক-
   ধ্বংস?


:  ঠিক বলেছিস! সমাজটাকে
   করতে হলে
   রক্ষে
   থাকতে হবেই ঐ ছেলেটার
   ভালো করার-
   পক্ষে!


****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-


    পাশের বাড়ির/ ওই ছেলেটা=৪/৪
    যাচ্ছে বখে!=৪
    যাক্ না!=২
    নিত্য দিনই /নেশা ভাঙে=৪/৪
    থাকছে ডুবে!=৪
    থাক্ না!=২


    থাক না বলে /এড়িয়ে গেলে=৪/৫
    তাতে কী আর-=৪
    চলবে?=২
    দু'দিন পরে /সমাজ নিয়ে-=৪/৪
    লোকে কথা-=৪
    বলবে!=২


   ওই ছেলেটা /আপনার-আমার=৪/৪
   এই সমাজের=৪
   অংশ!=২
   আপনি কি চান /ওর কারণে=৪/৪
   সমাজটা হোক-=৪
   ধ্বংস?=২


   ঠিক বলেছিস! /সমাজটাকে=৪/৪
   করতে হলে=৪
   রক্ষে=২
   থাকতে হবেই /ওই ছেলেটার=৪/৪
   ভালো করার-=৪
   পক্ষে!=২


** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২ মাত্রা।(এড়িয়ে গেলে=৪/৫) হলেও পাঠে অসুবিধা নেই। এড়ি(য়ে) গেলে=৪/৪ আসবে।
ঘ) চরণ-১/২ পর্বের
ঙ) স্তবক- ৪ টি
চ) মিল- পদান্তিক। ৩য় ও ৬ষ্ঠ চরণে মিল।
ছ) পঙক্তি – ৮ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-   স্বরবৃত্ত ছন্দের ভিন্ন মাত্রার কবিতা।
ঞ) মন্তব্য- ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।