আজ আমার দুপুরবেলা-
নানা স্বপ্নে কাটে বেশ;
ঘরের দ্বারে নানান কাজে-
নেই বুঝি তার শেষ।
গেয়ে যে উঠি কতই সুরে-
একটু যে বসে- উঠি;
হাজার খাতার মাঝে দেখি
বালক বেলার চিঠি।
স্বপনের দোরে ঘুম ভাঙে
উঠেছি দেখি চমকে;
হাজার প্রশ্ন বুকেতে বেঁধে-
গিয়েছি একটু থমকে।
কত ভাবনা স্মৃতি পর্দায়
ভাসে ছবি শত শত;
পৃথিবীর এ সকল সুখ
চিঠি মাঝে নিবেদিত।
       -----