*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ৪৭***************
                               ***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ - মুক্তক)*****
কবিতাঃ  উত্তরের প্রত্যাশায় হতবিহ্বল


কবিঃ জে আর এ্যাগ্নেস
প্রকাশিত তারিখঃ ২৪/১/২০১৮
***কবি  বাংলা-কবিতার আসরে ৩ বছর আছেন।কবি আজ পর্যন্ত ৩৭টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ


বিনিদ্র রজনী আজ
          নীরব পাখির গুঞ্জন ধ্বনি,
          থেকে থেকে সুদূর কানণে
        খেঁকশিয়লের কর্কশ আর্তনাদ
          কল্প মনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন।
                 আঁধো পূর্ণিমায়
         বিদায়ী চাঁদের কথোপকথন
             অজস্র তারায় খচিত
        সোনালী আলোয় উজ্জ্বল গগন ৷
    মনোগহীন পিঞ্জরে জাগে লাখো প্রশ্ন!
     এ কোন জগতে আমার আবাস?
             বিচিত্র এ ধরনী তলে
              বিচিত্র রঙ্গে রঞ্জিত
        কোটি কোটি মানবের উচ্ছাস ৷
       উত্তরের প্রত্যাশায় হতবিহব্বল।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে  প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
বিনিদ্র রজনি /আজ!
          নীরব পাখির /গুঞ্জন ধ্বনি,
          থেকে থেকে /সুদূর কাননে-
        খেঁকশিয়ালের/ কর্কশ আর্তনাদ;
          কল্পমনে /ভয়ঙ্কর দুঃস্বপ্ন।
                 আঁধো পূর্ণিমায়-
         বিদায়ী চাঁদের/ কথোপকথন
             অজস্র তারায়/ খচিত!
        সোনালি আলোয়/ উজ্জ্বল গগন ৷
    মনোগহীন পিঞ্জরে/ জাগে লাখো প্রশ্ন!
     এ কোন জগতে /আমার আবাস?
             বিচিত্র /এ ধরনী তলে
              বিচিত্র রঙে/ রঞ্জিত-
        কোটি কোটি /মানবের উচ্ছ্বাস ৷
       উত্তরের প্রত্যাশায়/ হতবিহ্বল।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব-  মুক্তক ছন্দের নিয়মে।।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক-১ টি  
চ) মিল- প্রয়োজন নেই।
ছ) পঙক্তি - ১০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক নয়।
জ) লয় -  ধীর।
ঝ) বিশেষত্ব-  মুক্তক ছন্ন্দের কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ)কবিতার শ্রেণি- রূপকমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  প্রয়োজন।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।