চূর্ণী বালা তোমার নদী আজ বহে কোন দিকে
ভাদর মাসেও তুমি কেমন নদীর তীরে টিকে
বাঁশের ছায় বাঁশ পাতাদের কোমল শতেক গান
সেই নদীতে ভাসিয়ে দাও তোমার অভিমান।