অকস্মাৎ মৃদুসুখে বিষণ্ণআগুন
জ্বলে উঠল পাশেতে; নেচে গেয়ে ওঠে
যেন সব ফুলপরী! শেষরাতে আলো
আজ কেমন আঁধার অন্ধ এ শঙ্কায়;
যেন ঘিরে রাখে এই ছায়ালোকতট
গোপন কথারা নয় সোহাগচিত্রালি!
গোপন সুখের মাঝে চাপানউতোর
প্রতিদিন এসে ডাকে নীরব কথায়।


আমি অস্থির হয়েছি এই নীলঘরে
ছুঁতে গেছি তোমাকেই নিয়েছি উত্তাপ-
এভাবেই কেটে গেছে রাত্তির নীরব;
আমাদের দৃষ্টি নেই তবু দুজনেই-
শব্দহীন ভাষা পথে একটি হৃদয়
আঁধার ঘরেতে মেশে একা কলরব।
           ------