সেদিন খুব খুঁজেছি তোকে
ডেকে ডেকে হয়েছি পাগল;
চেয়ে চেয়ে দেখেছে যে লোকে
মনে ব্যথা জমেছে সকল।


ঝড় উঠেছিল সেই রাতে
ছিল এক গভীর আঁধার;
ফিরে আসি আমি খালি হাতে
বেদনায় মন বারবার।


অসীম পথেতে বেদনারা
ধীরে ধীরে মনে হয় জড়ো;
আমি পেয়েছি মৃত্যুর সাড়া
কেঁপেছি একাকী থরোথরো।


জীবনের সব হাসি কান্না
খুঁজে নেবে সময় সকল;
বসে বসে দেখি হীরা-পান্না
মোর পথে কতই কল্লোল।
     --------