আজ দেখি- গাছপালা গুলি
সবুজে মাখানো দেশ;
বসন্তের এ লগন মাঝে-
আবীর মাখানো বেশ।
সূর্যের রোদ ঝিকমিকিয়ে
কিরণ পাতার ফাকে;
নবীন দিনের এ আনন্দ
আমারেই বুঝি ডাকে।
গাছে গাছে পলাশ শিমুল
ও কৃষ্ণচূড়ার মন;
ফাগুন হয়ে আগুন আনে
প্রকৃতির নবমন।
কত ছবি আজ উঁকি দেয়
মন মাঝে কত কথা;
সকল সুখে হেসে উঠেছি
প্রণয় রোদ্দুর সেথা।
     ------