অচেনা হাওয়া দেয় মনে, বাতায়নে
খেয়ালের সুর গান গেয়ে ফেরে যেন
অচেনায়; আনন্দেতে সময় যে হেন-
স্বপ্নদেখা বন্ধনেরা! আমার এ মনে
হতাশা আগুন ভুলি আপনার টানে;
মনমাঝে প্রশ্ন জাগে- বেঁচে আছি কেন?
এ জীবন প্রশ্ন করে অচেনাকে চেনো!
খুঁজে ফিরি স্বপ্নঢেঊ মোহনার ক্ষণে।


নদীজল বেয়ে চলে- জীবনের তরী
ভেসে থাকে নিয়মিত; অজানার তালে
কোন সাগরের ডাকে আমরা প্রহরী!
সকালের মনখানি আবদ্ধ বৈকালে-
অবেলায় মন জাগে বিনিদ্র শয্যায়;
নতুন জোয়ারে মুখ ঢেকেছি লজ্জায়।
        ----------


# সনেট