ছড়ানো ছিটানো কালে- গোপন বিধুর
ইতিহাস মন, কাছে আসে নীরবতা-
হাজার স্বরলিপির মন্ত্রমন গাঁথা;
সারাদিন বাহুবেলা কতই নিঠুর
শত জিজ্ঞাসার শেষে! দিন অবসান
সমুদ্রে - পাহাড়ে পথে আলোর স্ফূরণ
ব্যস্ত জীবনে; হারায় সে স্বপ্ন পূরণ
স্মৃতিস্তূপে, কত কথা কাহিনি সোপান।


এ ভাবেই কেটে যায় ভ্রমণের বেলা-
পাখি ওড়ে, সূর্য ডোবে, ইতিহাস ঘুমে-
সৃষ্টির  ও সুখবার্তা অন্তরেতে তোলা;
আমার অবগাহন, নীল মরশুমে-
কালজয়ী জীবনেতে সব একদিন
ঘোচাব; কাঙ্ক্ষিত ভোরে পবিত্র এ ঋণ।
             ---------


# সনেট