আলতা পায়ের ছাপ রেখে গেছ তুমি
বরষা কদম তলে, কোন আশীর্বাদে
এসেছ হেথায়! আলো সাথে অন্তর্যামী-
ধুলো মুছে যায়, সেই আঁধার উন্মাদে।
গোপন ভুলেছি আজি প্রণয়ের শর্তে-
শরীরের মন জুড়ে উষ্ণ দীর্ঘশ্বাস;
ভীরুতায় থেকে যাব সঙ্গম আবর্তে-
তোমার সৃজন মালা কথা ইতিহাস।


শুভ্র এ কদমগুলি রঙের আভায়
তোমার বাসনা সাথে, দেখি পরিণত;
আজ তারা একে একে সেজেছে শোভায়-
কিশোরী রূপেতে দেখি হয়ে অভিভূত!
আবার ভাবিব আমি নিশিদিন পর-
তোমাকে দেখার তরে পুনঃ জাতিস্মর।
          ----------