শ্মশানে দাহ সম্পূর্ণ। শীতকালে রাত
বেশ গভীর আঁধারে; ভাগীরথী ঘাটে
হিমেল বাতাসে স্বপ্ন আসে অকপটে।
কালো জলে একটিই শব্দ-পিছু পশ্চাৎ;
কিছু পাতা উড়ে এসে অতীত উন্মাদ
মনে করায়, নিঃসঙ্গে; কাছে এসে হাঁটে-
আগুনের দাহবেলা আমার ললাটে!
স্বপ্নান্ধে অতলে ভাসি কিছুটা অকস্মাৎ।


আমি আজ হতে চাই- শান্তি পরিপূর্ণ,
নিশ্চিন্তে ঘুমাব আজ; অর্থ-গ্লানি ভুলে
সব ঋণ রেখে যাব; ক্লান্ত অভিমানে
আট প্রহরের শেষে। অতিশয় জীর্ণ-
সব জীবাত্মার স্বপ্ন মিশেছে অতলে;
তবু যেন ফিরে আসি শূন্যতার টানে।
      ----------


# সনেট