গত বছর আজিকার এই দিনে-
'কবিতার আসর' খানি নিই চিনে
             তারপরে আর থামা নেই;
কত কবিতা আর অকবিতা
সময়ে অসময়ে লিখেছি যে তা-
             তার বেশি লিখেছি ছন্দেই।
অনেকেই ভালোবেসেছে এভাবে,
কেউ কেউ পেলে দেখে নেবে!
             তবু আসা হেথা নিয়ত অভ্যাস;
এভাবেই লিখি যেন প্রতিদিন-
আসরের কাছে তাই যত ঋণ
             কবিতার আসরে আজ বসবাস।
চারিদিকে ব্লগ আছে কত-
আছে সাইট, মিডিয়া নিয়ত
             'বাংলা কবিতা' তার সেরা;
আছে কত জ্ঞানী গুণীজন
দুই বাংলার প্রিয়তি স্বজন-
             সকলেই আজ কবিতায় হারা
এ সাইট হয়েছে আপডেট আজ,
রোজ রোজ কত তার সাজ
            কবিকূল খুশি তাকে পেয়ে;
আড্ডা, কবিতা আর আলোচনা
এর মাঝে চলে প্রেম-প্রীতি, তুলোধোনা
            একবেলা ঠিক রব চেয়ে।
          ------------