আমি আজ ভালোবাসার কাছে এলাম।
ভালোবাসাকে দেখতে।


চৈত্রের দুপুর।
ব্যস্ত কলেজপাড়ার পিছনে
সুইমিংপুল।
ভিতরটা বেশ ভালো।
চারদিকে বাঁধানো বারান্দা।


মাঝে মাঝে চেয়ার, থুরি বেঞ্চ পাতা
কেমন রোদের সাথে অল্প ছায়ায় শত্রুতা।


সেখানে তরুণ-তরুণীরা বসে আছে
কপোত-কপোতীর মতো।


কেউ কাউকে খাইয়ে দিচ্ছে নিজ হাতে শিশুর মায়ের মতো;
কেউ ঘাম গাল মুঝে দিচ্ছে মেয়েটির;
কেউ আরও কাছে ঘেঁষে যাচ্ছে।


ভালোবাসা হল চুপিচুপি;
গোপন।
পাশের বেঞ্চের জন্য নয়।
এক ছাতার আড়ালে কত সুখি ওরা
        ------