তুমি বেদনার কবি কাজি নজরুল-
সৈন্য সাহসিকতার! তুমি যে মহান,
শত বাঁধা দূর করে হও আগুয়ান!
দুর্বার মনেতে তুমি ভাঙিয়াছ ভুল-
জাগালে বিশ্ব বিবেক, চেতনার ফুল!
তোমার গানের সুরে জীবন অম্লান-
তোমার কণ্ঠেতে আজি ও সাম্যের গান!
তোমার দানে মিশেছে দু' বাংলার কূল।


তুমি যে ভাসালে অশ্রু- আবেগের স্রোতে,
সব কথা তাই লেখা আজ ইতিহাসে!
তোমার আগুন লেখা ঝরিছে দিগন্তে-
অমরপ্রেমের ধারা চিরদিন ভাসে;
তোমার মাঝেই দেখি বিশ্বপ্রেম দূত-
তোমাকে জানাই শ্রদ্ধা, প্রণাম অযূত!
        ---------


# সনেট