কবিরও তো পরান আছে
আমাদের মতো সে মানুষ;
শিশিরের শব্দে প্রাণ নাচে
রাখে প্রতিশ্রুতির ফানুস।


কবি রাখে কলমের জোর
সত্যকেই আজ খুঁজে ফিরি;
কবিই আনে নতুন ভোর
প্রকৃতির নিত্য কারিগরি।


কবির সৃষ্টি নিয়ম করে
সাজায়েছে ঘর দুই বেলা;
কবির ক্ষুধা তো প্রাণ তরে
আপনার মনে তার খেলা।


দেখেছে আকাশ, দেখে বৃষ্টি
বসন্তের রঙিন পলাশ;
কবির চোখে প্রেমের দৃষ্টি
ভালোবাসা থাকে বারোমাস।
         --------