বহু পথ ছুটে ট্রেনখানি এল
শহরের জংশন;
সকালের শীত দূর হয়েছে-
নামিবে যাত্রী তখন।


'আঠাশেতে ট্রেন, 'কুড়িতে ঢুকিল
সময় ভালোই আছে;
ধীরে ধীরে সবে নেমে বুঝি যায়
জিনিস সকল কাছে।


নামিবার কালে নামার পথেতে
কে যেন রেখেছে থলে;
এক বাবু এসে খুব রেগে যায়
করেনি করুণা ভুলে।


এক লাথি মেরে নীচে ফেলে দেয়
থলে হয় এলোমেলো;
গরীব যাত্রী নীচে নেমে যায়
সে সব কিছু গোছালো।


সে শুধু দেখে, কথা নাই মুখে
কী যে তার অপরাধ!
ভদ্র সে জন চিৎকার করে
পারিলে তুলিবে হাত।


বাবুটির কাছে তিন খানি ব্যাগ
একখানি আছে পিঠে;
ডানে সুটকেস, বা হাতে লাগেজ
ঠেলে ঠুলে দেখি ছোটে।
    


বাকিটা আগামী কাল।