কেউ বলেছে আল্লা খোদা,
কেউ বলেছে হরির নাম;
সব নামেতে মানুষ আছে
মানুষের মাঝে হারালাম।


তুমি মুসলিম আমি হিঁদু,
আমি শিখ তুমি খ্রিস্টান;
প্রভেদ নেই কোথা মোদের
এক সুরে গেয়েছি যে গান।


দেখো চেয়ে ভাই এ নগরে
আছে কত শত জনজাতি
সবার মাঝে স্বপ্ন আছে
আছে কাহিনি দিবস রাতি।


চারিদিকে দেখি জাতিভেদ
দেখিয়া আর তো সইব না;
মানুষ মোদের পরিচয়
অন্য কিছুই আর কইব না...
     --------


****ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: ১০ মাত্রায়।