লিখি ক্ষয়ে আসা বিলাপের সুখ-
বয়সের মাঝে আমরা উন্মুখ;
আকাশেতে চাঁদ চেয়ে থাকে-
রাত জাগি, আর সেই ডাকে
সেখানে তোমার রতিভর্তি বুক।


গাছে গাছে আজ কুসুমের মেলা-
আমার বিস্ময় পথে কাটে বেলা;
পিছনেতে ফেলে আসি স্মৃতি
নম্ররাত আর প্রেমপ্রীতি-
তোর হাত ধরে মায়াবতী খেলা।
      -------