আজ আবার কাছেতে এসে- কথা বলে
গেছ অনন্ত প্রণয় সুরে; অবিরত
আমাকে চেয়েছ আজি, মনে ইতস্তত
করে যে রেখেছি; বেলা চলে যায় ঢলে-
সন্ধ্যার ও পুষ্পগুলি ফোটে দলে দলে;
তোমার সকল কথা অধীর প্রণত!
আমার গোপন দ্বারে গেয়েছ সতত-
কথার মালা পরিয়ে দূরে গেছ চলে।


যেদিন শুনিনা কথা তব কণ্ঠ হতে-
আমার বিষাদ দিন, একেলা নীরবে;
সকল সুখের স্মৃতি! ভেসে যায় স্রোতে-
তোমার কথায় মুক্তি নিত্য কলরবে।
তব কণ্ঠ মোর কাছে মণি-মুক্তা ধারা;
কিছুই আসেনা কানে তব কণ্ঠ ছাড়া।
        -----------


# সনেট