তোমার ঘরের পানে চেয়েছি হেলায়!
কত ফুল ফুটে আছে, সোহাগের চাঁদ
সবুজ পাতার ফাঁকে- মনের বেলায়;
আজও মনেতে আসে নবীন আহ্লাদ!
তোমার জানালা পরে রঙিন কাপড়
দোলে যেন সেদিনের মতো, সেই ছায়া
ঘেরা দুপুরের ঘর; ঠোঁটের উপর
লজ্জার চুম্বন তব- সোহাগের মায়া।


আজ তুমি নেই! নব বাতাসের গান
গেয়ে চলে; আজ অন্য ঘরের বঁধুয়া
হয়েছ লাজে, মোছায়ে সকল সম্মান;
আঁধারের ঘর জুড়ে সেদিনের ছায়া-
কত স্মৃতি ধরে রাখে ঘরের দেয়াল;
পথে যেতে আজ বুঝি পড়িল খেয়াল।
          --------


# সনেট