বহুদিন পরে আজ তোমার ঘরের
পথে- আমি হেঁটে আসি সেই চেনা পায়ে;
আজ যেন সব কিছু প্রভাতের ছায়ে-
আভা দেয় নব পাতা, নবীন পুষ্পের!
চেনা সেই পথখানি কতই দূরের
আমারে দেখিছে যেন অম্লান বিস্ময়ে-
পথ সব বদলেছে পল্লব বিছায়ে,
সব গান মনে পড়ে সেদিন সুরের।


একদিন এই পথে শুধু হেঁটে চলা-
তুমি আর আমি শুধু নীরব বিকাল;
সাজানো বাগিচা মাঝে কত কথা বলা!
চিনিত সেদিন সবে যত বৃক্ষদল,
সেইদিন ধূলিকণা চেনে নিয়মিত-
নবীন অতিথি  আজ পথ মাঝে ভীত।
         ---------


# সনেট