কোন সুরে আজ গান গেয়ে গেছ তুমি-
আমার ভুবন 'পরে; নবীন বালিকা
সে যে! কণ্ঠেতে দুলেছে বকুল মালিকা
উদাত্ত প্রহর শেষে; উছলিয়া ভূমি
আমার লগনে এসে গেয়েছ মৌসুমি
সকল দুয়ারে পুষ্প, নহে মরীচিকা!
লগন প্রণয়ে বুঝি শুধু নীহারিকা-
তোমার গানের 'পরে তোমাকেই চুমি।


ওই দৃষ্টি পরে আজ করিয়াছি ঋণ,
তোমার সুরের সাথে মিলায়েছি গলা-
নয়নে মেলায় দৃষ্টি চাহি অবিরত;
তোমাতেই চাহি শুধু বাঁচি যত দিন
অপলক কেন হই হৃদয় উতলা-
তোমার মনের কথা এখানে নিয়ত।
         --------