এই নীলাকাশ তলে সূর্য জ্বেলে বসে
আছি যে তোমার জন্য! অনন্ত প্রতীক্ষা
স্মরণ করতে আজ। চন্দ্র ভালোবেসে-
ব্যর্থতা পেয়েছি বলে আজ সূর্য রক্ষা;
দাবানলে রপ্ত করি প্রাচীন কৌশল
যা ছিল তোমার গর্ব; ভুলেছি নিমেষে
সেই প্রতিদান। সূর্য - আলো -কোলাহল
জেনে বুঝে ও তোমার কাছেতেই শেষে।


একদিকে সূর্য থাকে, অন্যদিকে ডুবে
দীপ্ত উজ্জ্বল মুহূর্তে করি মাল্যদান;
অবেলায় মুছে দেব আর্ত কলরবে!
বিদায় বিহনে তার রেখো প্রতিদান।
কত সূর্য ডুবে যাবে- আসিবে নবীন,
মোর রুদ্ধ মন মাঝে চির অমলিন।
              ---------


# সনেট