মন ভরে দেব সবে
আজিকে এ সন্ধ্যায়-
নাচে গানে এ আসর
আমাদের জলসায়;


কতই গানের সুরে -
তালে তালে সুর তোলে;
সবাই যে নাচে আর
কোমরটা দোলে দোলে।


সব কথা বলি আজ
কথা আর গানে গানে;
আজকে নাচব আমি
ওদের ও ভালো প্রাণে।


ও দুঃখ থাকবে না
হাসি ফোটে সব মনে;
হাসিখুশি মুখ দেখি
আজ হেথা প্রতিজনে।


আজ এই সন্ধ্যায়
এমন ভরা আসরে;
নতুন ও প্রাণ নাচে
আজি নবীন বাসরে।


কেন দেখি কেউ কেউ-
চেয়ে চেয়ে দূরে থাকো
সবে আসো এখানেতে
আসর মাতাতে ডাকো।
    -------


**** ছন্দ: মাত্রাবৃত্ত


         পর্ব বিভাজন: ৮ মাত্রায়।